
ছবি: সংগৃহিত।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের সামনে পড়েছিল হাতির একটি পাল। তবে ট্রেনচালক আবদুল আউয়ালের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ট্রেন থামিয়ে হুইসেল দিতে থাকায় হাতির পাল নিচে নেমে যায়।
তবে হাতিরা কিছুক্ষণ পর ট্রেনের বগিতে ধাক্কা দিতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গার্ড সাখাওয়াত হোসেন দ্রুত ট্রেন ছাড়ার নির্দেশ দেন। এতে প্রাণে রক্ষা পান প্রায় ৫০০ যাত্রী। পরে ট্রেনটি রাত ১টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।
চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা জানান, হাতির চলাচলের পথে ব্যারিয়ার না থাকায় এ ঘটনা ঘটে। এর আগেও ওই এলাকায় হাতির মৃত্যু হয়েছে।