শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

7587

art-literature

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ১৫:৫৫

শিল্প সাহিত্য

‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

সামাজিক দায়িত্ববোধ সমাজকে করে পরিশীলিত -ড. মোহাম্মদ তাজ উদ্দিন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১৫:৫৫

ছবি: সংগৃহিত।

ইতালি প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে পাণ্ডুলিপি প্রকাশন ও মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ সমাজকে সুন্দর ও পরিশীলিত করে। বইটিতে এর দারুণ রূপরেখা রয়েছে।’
সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল। প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সেলিম আউয়াল, ও এডভোকেট রেজাউল করিম তালুকদার।

লেখক মাওলানা শামীম আহমদ বলেন, ‘আদর্শ সমাজ গঠনে কুরআন-হাদিসের আলোকে দিকনির্দেশনা দিতেই এ বই লেখা হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য ও শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত দিয়ে। সঞ্চালনায় ছিলেন হেলাল নির্ঝর ও আবু জাফর মোহাম্মদ সালেহ।