শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7597

national

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২০:২৪

আপডেট

২৩ জুলাই ২০২৫ ২০:৩৪

জাতীয়

সচিবালয়ে হা ম লা: ১,২০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২০:২৪

ছবি: সংগৃহিত।

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) মামলার এজাহার গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান। একই সঙ্গে মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ২৮ আগস্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা 'মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচির আওতায় বিক্ষোভ করে। তারা প্রথমে শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মিছিল করলেও পরে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং আন্দোলনকারীদের বারবার সচিবালয়ে প্রবেশ না করতে অনুরোধ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকের সামনে আসে, দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।

এজাহারে আরও বলা হয়, আন্দোলনকারীরা বাধা দিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর লাঠিসোঁটা, ইট-পাটকেল নিক্ষেপ করে হত্যার চেষ্টা করে। এতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা আহত হন। এ ছাড়া সচিবালয়ে থাকা একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন এবং হুমকি-ধমকি দেওয়া হয়।

মামলায় বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। অভিযুক্তদের সংখ্যা এক হাজার থেকে এক হাজার ২০০ জনের মতো বলে উল্লেখ করা হয়েছে।