ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২১:২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। সাথে ২ গাঁজা ব্যবসায়কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ২২ জুলাই আনুমানিক রাত ১০টা ৪০ মিনিটে নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. রকিব উল্লাহ ওরফে রকিব (২৮), পিতা মো. হাফিজ উদ্দিন এবং মো. আক্কাস মিয়া (২৫), পিতা মৃত আব্দুল মাওলা। উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মেড্ডা (তিতাসপাড়া) এলাকায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের এবং জব্দকৃত গাঁজার চালান নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।