শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7612

national

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১০:৫০

জাতীয়

গ্রেফতার হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১০:৫০

ছবি: সংগৃহিত।

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার কিছু সময় পর তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টার পর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১১ সালের ১৭ মে বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।
সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবি জানায়। সংগঠনটি তাকে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ হিসেবে আখ্যা দিয়ে বিচারের আওতায় আনার আহ্বান জানায়।
বিচারপতি খায়রুল হক তার সময়কালে একাধিক বিতর্কিত রায়ের মাধ্যমে বিচার অঙ্গনে তুমুল আলোচনায় আসেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিকভাবে সুবিধাভোগী ছিলেন এবং আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।