নবীগঞ্জে সংঘর্ষ-পরবর্তী শালিস কমিটির দ্বিতীয় সভা
উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান, ক্ষয়ক্ষতি নিরূপণে ৬ সদস্যের উপ-কমিটি গঠন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১১:৩২

নবীগঞ্জ বাজারে ৩ জুলাই আনমনু ও তিমিরপরসহ কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় গঠিত শালিস কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে নবীগঞ্জ শহরের আরজু হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শালিস কমিটির উপদেষ্টা ও ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান আলী। এতে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন-
সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, মনসর আলী খান, সিলেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান আ. ক. ম. ফখরুল ইসলাম কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সফরাজ আহমদ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারি সাঈদুল হক চৌধুরী ছাদিক, ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বজলুর রশিদ, সিলেট শাহজালাল দরগা মসজিদের খতিব আসজাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শালিস বৈঠক শেষে নেতৃবৃন্দ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নবীগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কাজী হাসন আলী, সিদ্দিকুর রহমান চৌধুরী, মুফতি ফসল তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অধ্যক্ষ তনুজ রায়, আবুল কালাম মিঠু, সেন্টু আহমদ, সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীম, তৌহিদ চৌধুরী, অঞ্জন রায়, সাগর আহমদ প্রমুখ।
সভায় সংঘর্ষের ঘটনায় বাজারের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সংঘর্ষ-সংক্রান্ত সব সমস্যার সমাধান শালিস প্রক্রিয়ার মাধ্যমে হবে। এছাড়া, সংঘর্ষের ঘটনাটি শালিস প্রক্রিয়ার অধীন থাকা অবস্থায় দায়ের হওয়া মামলাটি নিয়ে দুঃখ ও অনুতাপ প্রকাশ করে শালিস কমিটি।