
ছবি: সংগৃহিত।
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামেই ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সতর্কতার অংশ হিসেবে ফ্লাইটটি ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে পাইলট চট্টগ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের অন্য ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।