
ছবি: সংগৃহিত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা গভর্নরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শালীন পোশাক পরিধান নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হলেও, এটি ছিল কেবল প্রস্তাবনা পর্যায়ে, একে কোনো বাধ্যতামূলক নির্দেশনা বা নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক নয়।
তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেটি বিদেশ সফররত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে আসে। গভর্নর এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পুরো প্রক্রিয়া প্রত্যাহারের নির্দেশ দেন।
মুখপাত্র আরও জানান, ভবিষ্যতে যদি এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়, তবে তা আনুষ্ঠানিকভাবে সার্কুলার আকারে প্রকাশ করা হবে।
কী বলা হয়েছিল প্রাথমিক সার্কুলারে?
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা প্রাথমিক সার্কুলারে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক, যেমন শর্ট স্লিভ ড্রেস, লেগিংস ইত্যাদি পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরিবর্তে শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না বা অন্যান্য শালীন পেশাদার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়।
পুরুষদের জন্য প্রস্তাবনায় বলা হয়, তাঁরা যেন লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরিধান করেন এবং জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা থেকে বিরত থাকেন।