মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্রসচিব
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৩:২৭

ছবি: সংগৃহিত।
মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিন দিনের সফরে বুধবার (২৩ জুলাই) রাতে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
পররাষ্ট্রসচিব কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের বৈঠকে অংশ নেবেন। মাসখানেক আগে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাদ আলম সিয়াম। এ দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে এই প্রথম বিদেশ সফরে পাঠাল।
বিশেষ দূতদের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট একটি সূত্র।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত কুয়ালালামপুরে এই বৈঠকের আয়োজন করেছে মালয়েশিয়া। বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, মালয়েশিয়ার প্রবীণ কূটনীতিক ওথমান হাশিম এবং জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ অংশ নেবেন। তাঁরা সংকট মোকাবিলায় নিজ নিজ ভূমিকা তুলে ধরবেন, স্টেকহোল্ডারদের মতামত জানবেন এবং সংকট সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করবেন।
বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশের ওপর রোহিঙ্গা সমস্যার প্রভাব, সীমান্তবর্তী রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার আরাকান আর্মির নিয়ন্ত্রণ, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ, আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার ঘাটতি ও রেশন কমে যাওয়ার বিষয়গুলো তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি, আগামী মাসে বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সংলাপ সম্পর্কেও বৈঠকে অবহিত করা হবে।
উল্লেখযোগ্য যে, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় গভীর উদ্বেগ বিরাজ করছে। একই সঙ্গে আরাকান আর্মির সাম্প্রতিক তৎপরতা এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব বিষয় যেন আন্তর্জাতিক মহলে চাপা না পড়ে, তা নিশ্চিত করতেই বৈঠকে এসব প্রসঙ্গ গুরুত্ব পাবে।
উল্লেখ্য, চলতি মাসেই মালয়েশিয়া সফর করেছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। এবার মিয়ানমার ইস্যুতে বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রসচিব কুয়ালালামপুরে গেলেন।