শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7624

sylhet

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১৪:০৬

আপডেট

২৪ জুলাই ২০২৫ ১৫:৪৪

সিলেট

সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৪:০৬

ছবি: সংগৃহিত।

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়ন। তবে চোরাচালানে জড়িতদের আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই দু দিনের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, গত ৪৮ ঘণ্টার টানা অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা নানা কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দ করা পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই সীমান্তে জব্দ হচ্ছে অবৈধভাবে ভারত থেকে আনা পণ্য। তবে তাতেও থেমে নেই চোরাকারবারিদের তৎপরতা।