শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7626

national

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১৪:৪৬

আপডেট

২৪ জুলাই ২০২৫ ১৫:৪৭

জাতীয়

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৪:৪৬

ফাইল ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, চিন্ময়ের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা ও সহিংসতার পাঁচ মামলায় জামিন চাওয়া হয়েছিল। এজাহারে তাঁর নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আসামি করা হয়েছে।আইনজীবী দাবি করেন, চিন্ময় গুরুতর অসুস্থ ও ষড়যন্ত্রের শিকার। তবে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৩ জুনও তাঁর জামিন আবেদন খারিজ হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।