
ফাইল ছবি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, চিন্ময়ের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা ও সহিংসতার পাঁচ মামলায় জামিন চাওয়া হয়েছিল। এজাহারে তাঁর নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আসামি করা হয়েছে।আইনজীবী দাবি করেন, চিন্ময় গুরুতর অসুস্থ ও ষড়যন্ত্রের শিকার। তবে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ৩ জুনও তাঁর জামিন আবেদন খারিজ হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।