মব কালচার মানুষকে আতঙ্কিত করছে: রিজভী
অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৬:৪৮

ছবি: সংগৃহিত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র সঠিক পথ হলো-অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘মোব বিচার কিংবা জনরোষের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আইন এবং আইনের মাধ্যমেই অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।’
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন রিজভী। তিনি বলেন, ‘গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপনে ছিলেন, তখন পুলিশ তাদের ধরতে সক্রিয় ভূমিকা রেখেছিল। আজ সেই পুলিশি তৎপরতা কোথায়?’
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, মিফতাহ সিদ্দিকী এবং এম. নাসের রহমানসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
রিজভীর বক্তব্যের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মোব কালচারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।