
ছবি: সংগৃহিত।
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আনজু মিয়ার বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দোয়ারাবাজার থানার ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে সিএনজি চালক প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং দিরাই উপজেলার কাদিরপুর গ্রামের হাসান আলীর চার মাস বয়সী শিশু কন্যা হুমায়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জগামী নাম্বারবিহীন একটি লেগুনার সঙ্গে বিপরীতমুখী অনটেস্ট সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক প্রদ্যুৎ চক্রবর্তী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গুরুতর আহত হুমায়রা পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতদের মধ্যে রয়েছেন-দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের জ্যোতিষ দাস (২৬), সাদিরপুর গ্রামের হাসান (৩৫), কাদিরপুর গ্রামের সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের রুবেল (২৫) এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আবরীপুর গ্রামের বাদল মিয়া (৪০)। তারা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-সংক্রান্ত পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।