শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7631

sylhet

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১৮:৩৮

সিলেট

বিয়ানীবাজার

কমিউনিস্ট পার্টির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৮:৩৮

ছবি: সংগৃহিত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার  বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বাদশ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস রোডস্থ উদীচী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমরেড এডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে ও প্রভাষক কমরেড বিজিত আচার্য্য'র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পার্টির বর্তমান ও সাবেক সদস্য ফতেপুর নিবাসী আহাদ খান, কমরেড আবুল কাসেম এর মাতা, কমরেড গোলাম মর্তুজা তাফাদার এর মাতা, আব্দুস শুক্কুর, খাসা নিবাসী কমরেড মাসুম খাঁ, ঐতিহাসিক টং আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং এর মৃত্যুতে এবং মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোকপ্রস্তাব ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ রিপোর্ট এর উপর আলোচনায় বক্তব্য দেন জেলা সিপিবির সেক্রেটারী খায়রুল হাছান, অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কমরেড ফয়ছল আহমদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড গোলাম মর্তুজা তাফাদার, বিয়ানীবাজার উদীচীর সহ সভাপতি মাসুম আহমদ প্রমুখ। 

সম্মেলনের তৃতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল পর্বে ব্যাপক আলোচনা ও পর্যালোচনায় এডভোকেট মোহাম্মদ আবুল কাশেমকে সভাপতি ও মোঃ আনিসুর রহমান সাধারণ সম্পাদক ও প্রভাষক বিজিত আচার্য্যকে সহ-সাধারণ সম্পাদক করে পুনরায় ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি  (সিপিবি), বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড দয়াময় দে, ফাহিম চৌধুরী, সাবেক কমিশনার আকসার হোসেন, নিয়াজ মোর্শেদ, ইমাম হাসনাত সাজু প্রমুখ।