
ছবি: সংগৃহিত।
বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ২০২৫ সালে দাখিল উত্তীর্ণ ছাত্রীদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।
জালালিয়া মহিলা মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: কামাল হোসেন আল মাথহুরীর সঞ্চালনায় ও অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন প্রবাসী লতিফিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ আব্দুল জলিল।
তাহেরা তারান্নুম আযহার তিলাওয়াত ও মায়িশা আক্তারের নাত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার সাবেক সভাপতি আব্দুল মান্নান মনাফ, মাদরাসার শিক্ষক মাওলানা সোহেল আহমদ, মাওলানা ময়নুল হক, ফারুক আহমেদ, তসলিম উদ্দিন, মাওলানা আব্দুল মুহিত, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, মোসলেহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তীর্ণ ছাত্রীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নসীহত পেশকরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।