আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার শুরু, টাঙানো হলো নতুন ব্যানার
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ২১:৪৭

ছবি: সংগৃহিত।
ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে দীর্ঘ প্রায় এক বছর পর শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ভবনটির সামনে 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' নামে দুটি ব্যানার টাঙানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) থেকে ১০ তলাবিশিষ্ট ভবনটি পরিষ্কার করা শুরু হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, তৃতীয় তলার ময়লা–আবর্জনা অপসারণ করা হচ্ছে। ইতিমধ্যে দোতলা ও নিচতলা পরিষ্কার করা হয়েছে। প্রায় ১০–১২ জন কর্মী ভবনটি পুরোপুরি পরিষ্কার করছেন বলে জানান তারা।
সেখানে উপস্থিত ব্যক্তিরা জানান, ভবনটি পরিষ্কার শেষে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। ভবনের বিভিন্ন তলায় শহীদ পরিবার, আহতদের অফিস প্রতিষ্ঠা করা হবে বলে জানান তারা। তবে 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
২০১৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করেন। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আগুন দেওয়া হয় এবং লুটপাট চালানো হয়। এরপর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
ভবনের নিচতলা এতদিন এলাকাবাসীর শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানান স্থানীয় দোকানিরা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত চারপাশে। ভবনে নতুন ব্যানার টাঙানোর পর পথচারীদের কৌতূহল দেখা গেছে।
এক পথচারী আবদুস ছাত্তার বলেন, 'একটি দল স্বৈরাচারী হলে তার কী পরিণতি হতে পারে, এই ভবনটি তার উদাহরণ।'