
সমাবেশ মঞ্চের শেষ মুহুর্তের কাজ পরিদর্শনে পুলিশ কমিশনার রেজাউল করিম (ছবি: সংগৃহিত)।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পদযাত্রা। এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তৈরি করা হয়েছে মঞ্চ। অনুষ্ঠান সফল করতে প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ইতোমধ্যেই পদযাত্রার স্থান পরিদর্শন করেছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)।
আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এনসিপির সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সিলেট নগরীর বিভিন্ন সড়কে ঝুলানো হয়েছে পোস্টার, ব্যানার ও তোরণ; তরুণ নির্মাণশিল্পীদের তৈরি ছবি আর ব্যানারে ছেয়ে গেছে পুরো নগর।
এ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতারা।
অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে আশপাশের কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। কোথাও কোথাও চলবে তল্লাশিও।
এদিকে, সিলেট সিটি করপোরেশন শহীদ মিনার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে পুরনো বাতি বদলে নতুন সড়কবাতি স্থাপন করেছে। বৃহস্পতিবার রাতেই এসব কার্যক্রম সম্পন্ন করা হয়।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহীদ মিনার এলাকা ও আশপাশে মোতায়েন করতে দেখা গেছে। পুলিশের বিশেষ টিম নিয়ে মহড়া দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজেও।
এনসিপি জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ মিনারে সমবেত হবেন। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে ঘুরবে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা। পরে আবারও শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
সিলেট পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
এছাড়া অংশ নেবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) সিলেটের পূর্ব জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, 'গোপালগঞ্জে আমাদের কর্মসূচিতে যে সশস্ত্র হামলা হয়েছে, তার কোনো প্রভাব সিলেটে পড়বে না। আমরা সবাই একসঙ্গে কাজ করছি পদযাত্রা বাস্তবায়নে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান।