
ছবি- সংগ্রহ
সিলেটের জৈন্তাপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, দুটি বারকী নৌকা এবং একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। এসময় এক চোরাকারবারীকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামানের নির্দেশনায় টহল দল উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান এলাকার ফিসারীর বিল্ডিংয়ের পেছন ও নলজুরী খাঁসি নদীর পূর্বপাড়ে অভিযান চালায়। সেখানে নদীপথে আসা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট জব্দ করা হয়।
অভিযানে ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি বারকী নৌকা এবং একটি সিলভার রঙের নোহা গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) আটক করা হয়। আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ স্বীকার করে যে, তারা ভারত থেকে চোরাইপথে পণ্য এনে নদীপথে দেশের ভেতরে প্রবেশ করিয়ে নোহা, প্রাইভেটকার, লেগুনা, ডিআই ট্রাক ও সিএনজির মাধ্যমে দেশের অভ্যন্তরে পৌঁছে দিত। অভিযানের সময় আরও দুই চোরাকারবারী—গোয়াইনঘাটের লাখেরপাড় আসামপাড়া গ্রামের মো. মোস্তফা মিয়া (৪০) ও তার এক সহযোগী পালিয়ে যায়।
ওসি বদরুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।