শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7654

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ১৬:৫০

আপডেট

২৫ জুলাই ২০২৫ ১৬:৫৭

সিলেট

জৈন্তাপুরে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ চোরাচালানী আটক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৬:৫০

ছবি- সংগ্রহ

সিলেটের জৈন্তাপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, দুটি বারকী নৌকা এবং একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। এসময় এক চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামানের নির্দেশনায় টহল দল উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান এলাকার ফিসারীর বিল্ডিংয়ের পেছন ও নলজুরী খাঁসি নদীর পূর্বপাড়ে অভিযান চালায়। সেখানে নদীপথে আসা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট জব্দ করা হয়।

অভিযানে ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি বারকী নৌকা এবং একটি সিলভার রঙের নোহা গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) আটক করা হয়। আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৫)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ স্বীকার করে যে, তারা ভারত থেকে চোরাইপথে পণ্য এনে নদীপথে দেশের ভেতরে প্রবেশ করিয়ে নোহা, প্রাইভেটকার, লেগুনা, ডিআই ট্রাক ও সিএনজির মাধ্যমে দেশের অভ্যন্তরে পৌঁছে দিত। অভিযানের সময় আরও দুই চোরাকারবারী—গোয়াইনঘাটের লাখেরপাড় আসামপাড়া গ্রামের মো. মোস্তফা মিয়া (৪০) ও তার এক সহযোগী পালিয়ে যায়।

ওসি বদরুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।