শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7664

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ১৮:৩৬

সিলেট

বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৮:৩৬

ছবি: সংগ্রহ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন খান ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খানের পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ এবং সদস্য মুফতি আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, “বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রয়োজন রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘের কোনো কার্যকর ভূমিকা নেই। ভারতে মুসলিম সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চললেও সেখানে তাদের কোনো অফিস নেই। তাহলে বাংলাদেশে এই কার্যালয় স্থাপন করতে এত আগ্রহ কেন?”
তারা আরও বলেন, “এই কমিশন সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুগুলোকে মানবাধিকার বলে প্রতিষ্ঠা করতে চায়। অন্তর্বর্তী সরকার পশ্চিমা মানবাধিকার মডেল বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কেন্দ্রীয় মসজিদের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিয়ানীবাজার পৌর শহর প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুশ শহীদ, পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক জনাব জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, কে এম এমাদ উদ্দিন, যুবনেতা হা. আব্দুল ফাত্তাহ, প্রচার সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা দিলাওয়ার হোসেন, আলী হুসেন মহরীর, মাওলানা শরীফুল হাসান, যুবনেতা মোস্তফা শাহিন, আবুল কালাম, মঞ্জুরুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান এবং পৌর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাহেদ আহমদ।

বিক্ষোভে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।