শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7670

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৫ ২০:০১

সিলেট

দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ২০:০১

ছবি: সংগ্রহ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাংলাবাজার হাসপাতাল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (কাপ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

দোয়ারাবাজার উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুন অর রশীদ, জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং চায়নার জিয়ামি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মাহবুবুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিল্লাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মেরাজুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্য সম্পাদক সাইফুল্লাহ মানসুর এবং মাদ্রাসা সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বক্তারা বলেন, “আজকের প্রস্তুতিই আগামীর ভিত্তি। যারা কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।”

তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত না হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। এ দেশকে দুর্নীতি, অপসংস্কৃতি, অপরাজনীতি ও চাঁদাবাজির করাল গ্রাস থেকে মুক্ত করতে হলে সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”