শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7711

surplus

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ২২:১৩

অন্যান্য

ফের ৮০ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হয় দেশে

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ২২:১৩

ছবি: সংগৃহিত।

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশী নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২৫ জুলাই) মালয়েশিয়ার আন্তর্জাাতিক বিমানবন্দরে কেএলআইএ একটি বিশেষ অভিযানের সময় তাদেরকে শনাক্ত করা হয়।

বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত এই অভিযানে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারত এবং ৯ জন পাকিস্তানের।

একেপিএস-এর মতে, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য এবং রেকর্ডসহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিদেশীদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ৯৯ জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয়।

ওইদিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত পরিচালিত এই অভিযানটি কেএলআইএ টার্মিনাল-১ মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং ইন্টিগ্রিটি ইউনিটের সহায়তায় এটি পরিচালিত হয়েছিল। এতে ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথি যাচাইকরণ এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, ২৪ জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায়  কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। দুইদিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া।