শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7713

entertainment

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ০১:৪৫

আপডেট

২৭ জুলাই ২০২৫ ০২:২৯

বিনোদন

`আই ক্যান্ট ব্রিদ’: নাটক নয়, এক প্রজন্মের শ্বাস নেওয়ার সংগ্রাম

৬৪ জেলায় অনসাম্বল থিয়েটারের ভ্রাম্যমাণ সাংস্কৃতিক আন্দোলন 

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ০১:৪৫

ছবি: সংগৃহিত।

ময়মনসিংহভিত্তিক নাট্যসংগঠন অনসাম্বল থিয়েটার তাদের প্রযোজনায় একক অভিনয়ের নাটক ‘আই ক্যান্ট ব্রিদ’ নিয়ে শুরু করেছে বাংলাদেশের ৬৪ জেলায়  ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অভিযাত্রা।
নাটকটি শুধুই মঞ্চনাট্য নয়-এটি একটি সময়ের, একটি প্রজন্মের শ্বাসরুদ্ধকর বাস্তবতার প্রতিচ্ছবি। নিপীড়ন, প্রতিবাদ ও অস্তিত্বের সংগ্রামের এক কাব্যিক উপস্থাপনা। নাট্যদলের ভাষায়, `যেখানে কেউ একজন আজও নিঃশ্বাস নিতে চায়, সেখানে এই নাটক পৌঁছাতেই হবে।‘
কেন এই উদ্যোগ?
বর্তমান সাংস্কৃতিক পরিমণ্ডলে যখন বিভিন্ন অঞ্চলের নাট্যচর্চা থমকে গেছে, নাট্যসংগঠনগুলোর সমন্বয় হারিয়ে যাচ্ছে, তখন অনসাম্বল থিয়েটারের এই উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে।
নাটকের দলটি মনে করে, `একটি নাটকই হতে পারে আমাদের জেগে ওঠার জিয়নকাঠি।‘ সেই বিশ্বাস থেকেই তারা শুরু করেছে ‘আই ক্যান্ট ব্রিদ’ নিয়ে দেশজুড়ে  ভ্রাম্যমাণ সাংস্কৃতিক আন্দোলন।
এই যাত্রায় যা তারা করবে:
*প্রতি জেলায় একটি করে গাছ রোপণ, নাট্যস্মারক হিসেবে *১৮ ডিসেম্বরকে জাতীয় নাট্যদিবস ঘোষণার দাবিতে প্রচার ও জনমত সৃষ্টি *শিল্পীদের শ্বাস নেওয়ার অধিকারে ঐক্য গড়ে তোলা *সাংস্কৃতিক কর্মীদের রাজনীতি থেকে দূরে রাখার বার্তা পৌঁছানো *মুষ্টি অনুদান সংগ্রহে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়া *নাটকের বার্তা গ্রাম-শহর-জনপদে ছড়িয়ে দেওয়া *জেলা থেকে জেলায় ‘সত্য ও সাহসের সংলাপ’ চালু করা
দলটির বক্তব্য -
‘এটা কোনো রাজনৈতিক সংগঠনের প্রকল্প নয়। এটি শিল্পীদের পক্ষ থেকে শিল্পের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের আত্মজাগরণের প্রয়াস।’
তারা দাবি করছে, সরকারি বা কর্পোরেট পৃষ্ঠপোষকতার কোনো সহায়তা না পেলেও তারা থেমে থাকবে না।
বরং মঞ্চের আলো না থাকলেও, মাইক না থাকলেও, ‘হৃদয় দিয়েই নাটক করব।’

আয়োজনে সহযোগিতার আহ্বান:
নাট্যদলটির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলার নাট্যসংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে-নিজ নিজ ব্যানারে অন্তত একটি মঞ্চায়নের আয়োজন করতে। তারা বলছে, বড় মঞ্চ নয়, যেকোনো হলঘর, মহড়া কক্ষ বা খোলা জায়গাও যথেষ্ট।
তাদের সংগঠন থেকে ২-৩ জন সদস্য মঞ্চায়নে আসবেন এবং স্থানীয় সহায়তাকারীদের মাধ্যমে আয়োজন সম্পন্ন করবেন।

এজন্য দলের সভাপতি মো: আবুল মনসুর এর সাথে ০১৭২২০৭৮৪৫২ এই নম্বরে যোগাযোগ করতে অনুরুধ করা হয়েছে  নাট্যসংস্কৃতির এই শ্বাস-সংগ্রামে আপনি কী পাশে থাকবেন?
এই প্রশ্নে সবাইকে নাড়া দিচ্ছে ‘আই ক্যান্ট ব্রিদ’। একটি নাটক হোক সাহস, সংহতি আর স্বপ্নের প্রতিচ্ছবি।