https://www.emjanews.com/

8055

law-justice

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৫ ১২:০৩

আপডেট

০৪ আগস্ট ২০২৫ ১৭:১১

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ ১২:০৩

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আজ সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার অন্যতম আসামি থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে, রোববার (৩ আগস্ট) মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সেই দিনই প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। তিনি তার বক্তব্যে ৫ আগস্টের বিভীষিকাময় ঘটনার বর্ণনা তুলে ধরেন এবং শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড’ আখ্যায়িত করে তার বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার নির্দেশ দেন।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, তবে সাবেক আইজিপি মামুন কারাগারে আটক রয়েছেন।