https://www.emjanews.com/

8581

jobs

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৪

চাকুরী

এনটিআরসিএ

৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৪

ছবি: সংগৃহিত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

বৈঠকে নিয়োগ সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, 'সুপারিশের আগে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা ঠিক হবে না। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।'

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ১৬ জুন প্রকাশ করা হয়। এতে আবেদন শুরু হয় ২২ জুন থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদনকারী ছিলেন ৫৭ হাজারের বেশি।

বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ ফাঁকা। ফলে প্রায় অর্ধেক শূন্যপদ শূন্যই থেকে যাবে।