https://www.emjanews.com/

8633

surplus

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৫ ২৩:৪৪

অন্যান্য

সিলেটে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ ২৩:৪৪

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মেধাবী সন্তানদের।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ৩টায় এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী মোট ৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

পুলিশ কমিশনার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে আরও সাফল্যের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মেধার বিকাশকে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এবং সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে এসএমপি’র অন্যান্য কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।