https://www.emjanews.com/

8620

sylhet

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৫ ২০:০১

আপডেট

১৮ আগস্ট ২০২৫ ২০:০৪

সিলেট

বিয়ানীবাজার

ফুলেল শ্রদ্ধায় নানকার কৃষক বিদ্রোহের শহীদদের স্মরণ

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ ২০:০১

ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে ৭৬তম ঐতিহাসিক নানকার দিবস পালিত হয়েছে। সিলেট অঞ্চলে ব্রিটিশ আমলের ঘৃণ্য নানকার প্রথা ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে গৌরবময় কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত নানকার দিবস উপলক্ষে  নানা কর্মসূচির আয়োজন করা হয় বিয়ানীবাজারে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় নানকার বিদ্রোহের স্মৃতিবিজড়িত সুনাই নদী তীরবর্তী নানকার স্মৃতিসৌধে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগার, উলুউরি সমাজকল্যাণ সংগঠন, নানকার স্মৃতি পাঠাগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণঅধিকার পরিষদ ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডসহ সর্বস্তরের মানুষ।

বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সহসভাপতি ছালেহ আহমদ শাহীনের পরিচালনায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্যসচিব পঙ্কজ কুমার চৌধুরী, শিক্ষক বিজিত আচার্য, রাজনীতিবিদ বিবেকানন্দ দাস বিবেক , সিলেট জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাস  ও শহীদ প্রসন্ন কুমার দাসের নাতি দীপক দাস,  প্রমুখ।