https://www.emjanews.com/

8602

sylhet

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৫ ১২:৪০

আপডেট

১৮ আগস্ট ২০২৫ ১৪:৫৩

সিলেট

বিয়ানীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে দোনালা বন্দুক উদ্ধার

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ ১২:৪০

ছবি: সংগৃহীত।

সিলেটের বিয়ানীবাজার থেকে একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট।

র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ আগস্ট (শনিবার) রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি টহল দল বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় কলেজ রোডে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাত ১১টা ১০ মিনিটের দিকে উক্ত এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে ফাঁকা স্থানে ময়লার স্তুপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে, কারা এই অস্ত্রটি এখানে রেখে গিয়েছিল, তা এখনো অজানা। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। এই ঘটনাটি বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উজ্জামান বলেন, গতকাল গভীর রাতে র‍্যাবের একটি দল পৌরসভার একটি পরিত্যক্ত জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। বর্তমানে সেটা আমাদের থানা হেফাজতে রয়েছে।