ছবি: সংগৃহীত।
সিলেটের শাহপরান থানার সুরমা গেইট এলাকায় বিশেষ অভিযানে ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে র্যাব-৯, সিপিএসসি সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় জাফলং সীমান্ত এলাকা থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। পিকআপের দরজার ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৪২ বোতল ফেনসিডিল।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম কাওসার উদ্দিন (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজরাই গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, কাওসার সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
