https://www.emjanews.com/

9447

international

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫

আন্তর্জাতিক

বিগত ৭২ ঘণ্টায় সিংহাসন থেকে নেমে গিয়েছেন ৩ জন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

ছবি: সংগৃহীত।

মাত্র ৭২ ঘণ্টায় বিশ্বের তিন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতার সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রথমেই আছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় পার্লামেন্টের উভয় কক্ষে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। দলের ভেতর ও বাইরে চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন।

এরপর পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গিয়ে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।

তালিকার সর্বশেষ নাম নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রবল বিক্ষোভে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি হয়। এ ঘটনায় ২২ জন নিহত হন। অবশেষে তীব্র আন্দোলনের মুখে অলি পদত্যাগ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

বিশ্ব রাজনীতিতে একের পর এক নেতার পতনে নতুন করে প্রশ্ন উঠছে-বিশ্বে আসলে কী ঘটছে?