শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9480

international

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হাম*লায় একদিনে নিহ*ত ৭২, মৃ*ত্যু ছাড়াল ৬৪ হাজার ৬০০

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় নিহতের মিছিল আরও দীর্ঘ হচ্ছে। বুধবারের একদিনে অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, পশ্চিম গাজার একটি তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। এতে বাস্তুচ্যুত দুই পরিবারের অন্তত ১৫ সদস্য নিহত হন। একই দিনে পশ্চিম গাজার বহুতলবিশিষ্ট টিবা-২ আবাসিক ভবনে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও হামলায় দুজন নিহত হন।

অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন।

হামলার আরও কয়েকটি ঘটনা:

আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে একটি তাঁবুতে ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হন।

শেখ রাদওয়ান এলাকায় ফিলিস্তিনিদের সমাবেশে গোলাবর্ষণে নিহত হন একজন। ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় নিহত হন একজন।

দেইর আল-বালাহ শহরে এক তাঁবুতে ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয়।

দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে গোলাবর্ষণে নিহত হন চারজন, তাঁদের মধ্যে দুজন শিশু।

আনাদোলুর তথ্যে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ৬৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই অভিযানে গোটা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।