চার্লি কার্ক হত্যার ঘটনায় ট্রাম্পের কঠোর বার্তা
এই সহিংসতার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করব-ট্রাম্প
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইউটাহ অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছিলেন।
কার্ক হত্যার খবরে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, `মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক মারা গেছেন।' ওভাল অফিস থেকে দেওয়া ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, `আজ আমরা আমাদের দেশে যে সন্ত্রাস দেখছি, তার জন্য এ ধরনের বক্তব্য সরাসরি দায়ী। আমার প্রশাসন এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেককে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করবে। যেসব প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ডে অর্থায়ন ও সমর্থন করে তাদেরও খুঁজে বের করা হবে।'
এই ঘটনায় ডেমোক্রেটিক দলের নেতারাও নিন্দা জানিয়েছেন। কমলা হ্যারিস বলেন, `যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।'
এখনও হত্যাকারী শনাক্ত হয়নি, তদন্ত চলছে।