শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9877

surplus

প্রকাশিত

২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯

অন্যান্য

সিলেটে র‌্যাব ও এসএমপির যৌথ অভিযানে ৫৬টি অবৈধ গাড়ি আটক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯

ছবি: সংগৃহীত।

সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য ১১টি গাড়ি (পিকআপ, লেগুনা, সিএনজি)সহ মোট ৫৬টি গাড়ি আটক করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নগরীতে তীব্র যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। এতে প্রতিদিনই যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ সদর কোম্পানি ও এসএমপির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

জননিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।