
ছবি: সংগৃহীত।
সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য ১১টি গাড়ি (পিকআপ, লেগুনা, সিএনজি)সহ মোট ৫৬টি গাড়ি আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নগরীতে তীব্র যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। এতে প্রতিদিনই যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৯ সদর কোম্পানি ও এসএমপির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
জননিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।