শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9891

sylhet

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৩

সিলেট

শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৩

ছবি: সংগৃহীত।

সিলেটের স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯) আত্মহত্যার ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই কমিটি গঠন করেন। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহকে প্রধান করা হয়েছে, এছাড়াও রয়েছে সিলেট মহানগর পুলিশের একজন প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তা। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আজমানের মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে।

আজমানের মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার সহপাঠী এবং অন্যান্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকের সাথে খারাপ আচরণ করছে, পর্যাপ্ত এবং দক্ষ শিক্ষক নেই এবং শিক্ষার্থীদের খারাপ ফলাফল হলে বিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়। আজমানের মা অভিযোগ করেছেন, প্রি-টেস্টে ফেল হওয়ায় তাকে অপমান করা হয়েছে।

এই ঘটনায় স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ৫টি দাবি ও ৬টি সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে। ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরী এবং আরও দুই শিক্ষককে অপসারণ করা হয়েছে।

শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) জানান, শিক্ষার্থীদের দাবি ও সংস্কার প্রস্তাব মেনে ট্রাস্ট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, কোনো শিক্ষার্থীকে হেনস্তা করা হবে না এবং ভবিষ্যতে শিক্ষার্থী বা অভিভাবকের সাথে খারাপ আচরণ করা হবে না।