শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9892

sylhet

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২১

সিলেট

কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২১

ছবি: সংগৃহীত।

সরকারি বিধি অমান্য করে সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকাও জব্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এ কাজে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতরা হলেন: ১. আলকাস মিয়া (২৬), পিতা মানিক মিয়া, ২. মোক্তার হোসেন (২৬), পিতা আলেক রব্বান, ৩. মো. আ. খালেক (২৮), পিতা ইব্রাহিম আলি, সর্ব সাং নয়াগাংগের পাড় ও ৪. আসিক মিয়া (২০), পিতা হোসেন মিয়া, সাং গুচ্ছ গ্রাম নয়া বাজার, থানা কোম্পানীগঞ্জ, সিলেট।

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও আশপাশের গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে।