লণ্ডনে মাওলানা আব্দুর রহমান সিংকাপনীর জীবনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ২২:৩৪
ছবি: সংগৃহিত
ব্রিটিশ বিরোধী আন্দোলন, খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আজাদী আন্দোলন এবং সিলেটের গণভোটের সংগ্রামী নেতা ও বিশিষ্ট সাংবাদিক মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনীর (র:) জীবনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ফিল্ডগেইট স্ট্রিটস্থ আল খায়ের কনফারেন্স হলে।
বিশিষ্ট আলেমে দ্বীন ও লেখক মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে এবং কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলা পোস্টের অনারারী চেয়ারম্যান শেখ মোঃ মফিজুর রহমান, টিভি ভাষ্যকার মুফতি আব্দুল মুন্তাকিম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ, মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ এমদাদুর রহমান আল মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, চ্যারিটি চ্যাম্পিয়ন শায়েখ সালেহ আহমদ হামিদী ও কাউন্সিলার বদরুল চৌধুরী।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী।
‘কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী’ গ্রন্থের উপর সিলেটের কবি ও সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ লিখিত পর্যালোচনা পেশ করেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলাম।
এছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও কবি আজিজুল আম্বিয়া মাওলানা আব্দুর রহমান সিংকাপনীর বর্ণাঢ্য জীবনীর পরিচয় তুলে ধরেন।
সভায় বক্তারা মাওলানা আব্দুর রহমান সিংকাপনীর দ্বীন ইসলামের প্রচার ও প্রসার, শিক্ষার উন্নয়ন, সাহিত্য-সাংবাদিকতা, রাজনীতি, কৃষি সম্প্রসারণ এবং উপমহাদেশের বিভিন্ন আন্দোলনে অবদানের প্রশংসা করেন। বক্তারা বলেন, মাওলানা সিংকাপনীর জীবন ও অবদান ইতিহাসের পাতায় অম্লান থেকে যাবে।
উল্লেখ্য, মাওলানা সিংকাপনী ব্রাদার্সের মধ্যে মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী, মাওলানা আব্দুল খালিক চৌধুরী সিংকাপনী, হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী এবং মাওলানা আব্দুল আজিজ চৌধুরী সিংকাপনী ছিলেন। তারা উপমহাদেশের স্বাধীনতাকামী মুসলমানদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সভায় সিংকাপনী মাওলানা ভাতৃগণের জন্য কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল মুন্তাকিম।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
