ছবি: সংগৃহীত।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি মাটি ও মানুষের পাশে ছিলেন। রাজনীতিকে কখনো ব্যক্তিস্বার্থ বা দূষিত পন্থার জন্য ব্যবহার করেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করলেও কখনো দল থেকে বিচ্যুত হননি।
রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বিয়ানীবাজার পৌরশহরে তাঁর সমর্থনে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এই শোডাউনে ধানের শীষের পক্ষে নজিরবিহীন জনসমাগম ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বাস্তবসম্মত উন্নয়ন এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বের জন্য বিএনপির প্রার্থী হিসেবে আমার বিকল্প নেই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি আতাউর রহমান ও ফয়সল উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল।
