https://www.emjanews.com/

10887

politics

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৯

রাজনীতি

আগামী নির্বাচনে এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখছে বিএনপি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৯

ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি। প্রতি আসনে একাধিক প্রার্থী রাখার পরিকল্পনা করছে দলটি।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি।’

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে দুই শতাধিক আসনে ধানের শীষের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। জোটের কারণে কিছু আসন ছাড়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল, যাতে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে আসনটি বিএনপিশূন্য না থাকে। এবারও সেই কৌশল আংশিকভাবে অনুসরণ করছে দলটি।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা একটিই মেসেজ দিতে চাই- আমাদের দলের ভেতরে ঐক্য থাকুক, জাতির ভেতরে ঐক্য থাকুক। জাতির ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাই আমরা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করবে বিএনপি।’

যুব সমাজকে কেন্দ্র করে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সারা দেশে আমরা সফর করেছি, তরুণদের রাজনৈতিক ভাবনা শুনেছি। তাদের মতামত গ্রহণ করে আগামী দিনে জাতি বিনির্মাণের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ হবে তারুণ্যনির্ভর বাংলাদেশ।’

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী।