https://www.emjanews.com/

11802

sylhet

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ১৮:৫৯

সিলেট

বিয়ানীবাজারে ‘আলোর মানুষ আতাউর রহমান’ স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৫৯

ছবি: সংগৃহিত

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, লেখক ও বিশিষ্ট কলামিস্ট মোঃ আতাউর রহমানকে কেন্দ্র করে স্মারকগ্রন্থ প্রকাশনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থ প্রকাশনা কমিটির আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুটি স্মারকগ্রন্থ- ‘আলোর মানুষ আতাউর রহমান’ এবং ‘শিক্ষকের আলো ছায়া’- এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ ফয়জুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ এবং প্রধান আলোচক ছিলেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্মারকগ্রন্থের সম্পাদক ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং আজীবন দাতা সদস্য বদরুল হক।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন ও নালবহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল হাসান।

প্রধান অতিথি প্রফেসর সাব্বীর আহমদ বলেন, ‘জীবনের দীপ্তি ও কর্মের গৌরবে আলোর মানুষ আতাউর রহমান সত্যিকারের আদর্শ শিক্ষক। চার দশকের তাঁর কর্মজীবন শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার উজ্জ্বল উদাহরণ।’

তিনি স্মারকগ্রন্থ দুটি কেবল স্মরণ নয়, বরং শিক্ষা–দর্শনের সমৃদ্ধ দলিল বলে উল্লেখ করেন।

প্রধান আলোচক মো. কবির খান বলেন, ‘আতাউর রহমান স্যার শুধু পাঠদান করেননি, তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠনে আলো দেখিয়েছেন। তাঁর মানবিকতা, দক্ষতা ও সততা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।’

সম্মাননা গ্রহণ করে মোঃ আতাউর রহমান বলেন, ‘শিক্ষকতা আমার কাছে চাকরি নয়- দায়িত্ব, ভালোবাসা ও আত্মিক তৃপ্তির পথ। শিক্ষার্থীদের মাঝেই আমি আমার জীবন দর্শন খুঁজে পেয়েছি। আজকের সম্মাননা আমার জীবনের বড় অর্জন।’

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি, প্রধান আলোচক ও লেখক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। পরে বিয়ানীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে রোটারিয়ান ফয়জুল ইসলামসহ অন্যান্যরা লেখককে উত্তরীয় ও স্মারক সনদ তুলে দেন।