শিরোনাম
স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তিসহায়তা দেবে সরকার সিলেট মহানগর পুলিশের ছয় থানার ওসি রদবদল শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র এ বছরে এখন পর্যন্ত ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে বিপুল পরিমান মাদক সহ ৬ জন আটক জুবাইদা রহমান ঢাকা পৌঁছে সরাসরি এভারকেয়ারে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে ১০০ আসনে ছাড় দিচ্ছে জামায়াত বিএনপি চেয়ারপার্সন আজ লন্ডন যাচ্ছেন না যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি-পাকিস্তানি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ

https://www.emjanews.com/

11963

entertainment

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭

বিনোদন

লন্ডনে শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’ ভাস্কর্য উন্মোচন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭

ছবি: সংগৃহিত

প্রায় ৩০ বছর পরও বলিউডের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)–এর জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও। সেই স্মৃতি আরও একবার জীবন্ত হলো লন্ডনের লেস্টার স্কোয়ারে। সেখানে সিনেমার আইকনিক দৃশ্য অবলম্বনে তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করলেন শাহরুখ খান ও কাজল।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের দুই সন্তান- ছেলে যুগ ও মেয়ে নিসা। মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা শাহরুখ ও কাজলের হাসিমুখে তোলা ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাঁদের পেছনেই দেখা যায় রাজ-সিমরানের বিখ্যাত ভঙ্গিমায় তৈরি সেই ভাস্কর্য।

কাজল বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের সন্তানদের সঙ্গে ভাস্কর্যটির সামনে দাঁড়ানো যেন পুরনো স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনে। ৩০ বছর পরও ডিডিএলজে–র প্রতি দর্শকের ভালোবাসা অবাক করে।’

শাহরুখ খান বলেন, ‘আমরা সিনেমাটি হৃদয় দিয়ে করেছি। ভালোবাসার এমন গল্প যা সব বাধা পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। ৩০ বছর পরও যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই অনন্য।’

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়- কাজল ছেলেমেয়েকে ডাকছেন, নিসা হাসিমুখে ক্যামেরায় পোজ দিচ্ছে আর যুগ লাজুক ভঙ্গিতে পাশে দাঁড়িয়ে আছে। মুহূর্তটি ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ মুক্তি পায় ১৯৯৫ সালে। এখনও এটি বলিউডের ইতিহাসে সর্বাধিক সমাদৃত রোমান্টিক চলচ্চিত্রগুলোর একটি।