ছবি: সংগৃহিত
৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে। এর আগেই গত ২৬ নভেম্বর আবেদন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা:
শুরু ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা
শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট
বয়স সীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: http://bpsc.teletalk.com অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমা দিতে হবে।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৭ নভেম্বর ২০২৫ তারিখে। পিএসসি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন না করলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
