https://www.emjanews.com/

12289

entertainment

প্রকাশিত

১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

বিনোদন

পর্দা ছাড়লেও সম্পদের শীর্ষে থাকা বলিউডের অভিনেত্রী

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

ছবি: জুহি চাওলা

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে গত দুই বছরে কোনো নতুন সিনেমায় দেখা যায়নি। তবে পর্দার বাইরে থেকেও তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে আলোচনায়। ব্যবসা ও বিনিয়োগে সাফল্যের কারণে অল্প সময়েই তাঁর সম্পদে এসেছে ব্যাপক উল্লম্ফন।

জুহি চাওলা ও বলিউড সুপারস্টার শাহরুখ খান একসঙ্গে ১০টির বেশি সিনেমায় কাজ করেছেন। এই জুটির সঙ্গে দীর্ঘদিন ত্রয়ীর আরেক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা। সিনেমার বাইরে তাদের বন্ধন ব্যবসায়িক অংশীদারিত্বেও রূপ নেয়।

আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী শিল্পপতি জয় মেহতা ও শাহরুখ খান যৌথভাবে ৭৫ মিলিয়ন ডলার ব্যয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। সময়ের ব্যবধানে সেই বিনিয়োগই আজ বিশাল সম্পদে পরিণত হয়েছে। বর্তমানে কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি রুপিরও বেশি।

বিশেষ করে ২০২৪ সালের আইপিএলে শিরোপা জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো আইপিএল লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপিতে। এর মধ্যে কেবল কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

সম্পদের হিসাবেও বড় লাফ দিয়েছে জুহি চাওলা। ২০২৩ সালে তাঁর মোট সম্পদ আনুমানিক ছিল ৪ হাজার ৬০০ কোটি রুপি। মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি।

এই সাফল্যের সুবাদে জুহি চাওলা ভারতের শীর্ষ ১০ জন স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের আলো থেকে দূরে থাকলেও ব্যবসা ও বিনিয়োগে তিনি এখন দেশের অন্যতম সফল ও প্রভাবশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত।