https://www.emjanews.com/

12738

entertainment

প্রকাশিত

০২ জানুয়ারী ২০২৬ ২০:১৯

বিনোদন

অপেক্ষার অবসান, ফিরছে বিটিএস

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ২০:১৯

ছবি: বিটিএস

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ফেরার ঘোষণা দিল বিশ্বখ্যাত কোরিয়ান পপ গ্রুপ বিটিএস।

এক বিবৃতিতে তাদের লেবেল বিগহিট মিউজিক জানায়, আগামী ২০ মার্চ বিটিএসের নতুন অ্যালবাম প্রকাশিত হবে।

সাত সদস্যকে নিয়ে প্রায় ৩ বছর ৯ মাস পর কোনো অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে গ্রুপটি। এর আগে ২০২২ সালের জুনে বিটিএস তাদের অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল। এরপর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েন সদস্যরা। সে সময় থেকেই কার্যত বিরতিতে ছিল বিটিএস।

এদিকে গ্রুপের সাত সদস্যই ইতোমধ্যে সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন। বিরতি ভেঙে আবারও পূর্ণাঙ্গভাবে ভক্তদের সামনে ফিরতে প্রস্তুত তারা।

নববর্ষ উপলক্ষে নির্বাচিত কয়েকজন ভক্তকে চিঠি পাঠিয়েছে বিটিএস। সেই চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল- ‘২০ মার্চ ২০২৬’। চিঠিগুলোতে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটান সদস্যরা।

দলনেতা আরএম লেখেন, ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন।

জিমিন ও জে-হোপ জানান, ‘২০২৬ সালে আবার দেখা করছি।’

জিন লেখেন, ‘গত দুই বছর আপনাদের সঙ্গে একক শিল্পী হিসেবে দেখা করেছি, আর এখন অবশেষে আবার দলের অংশ হিসেবে আপনাদের সঙ্গে দেখা করতে পারছি।’

জাংকুক বলেন, ‘আমি আগের মতোই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব।’

ভি লেখেন, ‘২০২৬ সালে আমরা একসঙ্গে আরও বেশি ও আরও ভালো স্মৃতি তৈরি করব- এ জন্য অপেক্ষা করুন।’

আর সুগা ভক্তদের উদ্দেশে বার্তা দেন, ‘চলুন, একসঙ্গে আনন্দের একটি বছর কাটাই।’

বিগহিট মিউজিক আরও জানিয়েছে, মার্চে নতুন অ্যালবাম প্রকাশের পর বিটিএস বিশ্ব সফরে যাওয়ার পরিকল্পনাও করেছে।

দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীদের ফেরায় বিশ্বজুড়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন বিটিএস ভক্তরা।