https://www.emjanews.com/

12786

jobs

প্রকাশিত

০৪ জানুয়ারী ২০২৬ ১৯:১১

আপডেট

০৪ জানুয়ারী ২০২৬ ১৯:১২

চাকুরী

বড় পরিবর্তন নিয়ে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি আসছে

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ১৯:১১

ছবি: সংগৃহীত

৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আসন্ন এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা সুপারিশ প্রক্রিয়াকে আগের তুলনায় সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনটিআরসিএ সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে। সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

তবে আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে সপ্তম গণবিজ্ঞপ্তিতে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, এবার একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হচ্ছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছানুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে।

এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে।

বিষয়টি ব্যাখ্যা করে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, নির্ধারিত সাতটি পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার নির্বাচিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে ই-অ্যাপ্লিকেশন ফরমে থাকা ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ নির্বাচন করতে হবে। আর যারা পছন্দের বাইরে অন্য কোথাও নিয়োগ চান না, তাদের জন্য ‘নো’ অপশন রাখা হয়েছে।

এনটিআরসিএ সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পদ্ধতির ফলে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ হবে।