https://www.emjanews.com/

12830

politics

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ২১:১১

রাজনীতি

নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতায় বি'ভ্রান্তি ও শ'ঙ্কা

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ২১:১১

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। যদিও জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত বছরের মে মাসে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টিসহ ইসলামভিত্তিক দলগুলো জোট হিসেবে যাত্রা শুরু করে। পরে জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ হয়ে জোটটি আট দলের হয়ে ওঠে এবং বিভিন্ন সময়ে যুগপৎ রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা যায়।

এরপর অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ আরও দুইটি দলের জোটে যোগ দেওয়ার পর ভোটের রাজনীতি নিয়ে নতুনভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আকাঙ্ক্ষিত সংখ্যার আসন না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের অসন্তোষ দেখা দিয়েছে।

পাশাপাশি জোটের প্রার্থীদের আসন বরাদ্দ করতে গিয়ে জামায়াতে ইসলামী দলের নিজস্ব নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন জোটের কয়েকটি দলের নেতারা।

আসন সমঝোতার বাইরে, জোটের নেতৃত্ব নিয়েও এনসিপি ও জামায়াতে ইসলামীসহ দুই দলের মধ্যে চলমান ‘ঠাণ্ডা যুদ্ধ’ লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই সব দলের প্রার্থীরা বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আসন্ন নির্বাচনের আগে জোটের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং সমঝোতার জটিলতা আরও প্রকট করছে।