ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে বুধবার (৭ জানুয়ারি) তাপমাত্রা কিছু এলাকায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে বুধবার সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
পলাশ আরও জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট, সুনামগঞ্জ ও ফেনী ছাড়া দেশের ৬১টি জেলায় কুয়াশা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ৬টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে, যা বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ৭ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করবে এবং কিছু জেলায় তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব বিশেষভাবে থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে এবং কিছু জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।
