শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

13040

sylhet

প্রকাশিত

১৪ জানুয়ারী ২০২৬ ১৩:৪৫

সিলেট

এনসিপির ইশতেহার উপ-কমিটির প্রধান হলেন সিলেটের এহতেশাম

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৩:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ইশতেহার বিষয়ক উপ-কমিটি’ গঠন করেছে। আট সদস্যের এই কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। কমিটির সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনতে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনে কার্যপরিধিভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্য হিসেবে রয়েছেন জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম এবং তুহিন মাহমুদ।