সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৬:৪৫
সিলেটে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। এসব অভিযানে চোরাইকৃত ৬ লাখ ১৮ হাজার টাকা, একটি চোরাই মোটরসাইকেল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন লাভলী রোড এলাকার একটি আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মিরদারপাড়া (জাহাঙ্গীরনগর) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুরুল আমিন প্রকাশ সেলিম (৪০) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ (৩৩)। তিনি বর্তমানে সিলেট জেলার জালালাবাদ থানার আখালিয়া নতুনবাজার (ব্রাহ্মশাসন) এলাকায় বসবাস করছেন।
পুলিশ বলছে, উপস্থিত সাক্ষীদের সামনে মো. জাবেদ আহমদের দেখানো মতে নগদ ৬ লাখ ১৮ হাজার টাকা, একটি স্লাই রেঞ্চ, দুই অংশবিশিষ্ট একটি লোহার স্ক্রু বার এবং রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটকরা উদ্ধার করা টাকাগুলো চোরাই বলে স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন গোয়াবাড়ী তারাপুর চা-বাগানের বাদামউরা লাইন এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ফুয়েল পেপারের টুকরো এবং ইয়াবা বিক্রির ১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
ডিবির হাতে আটক ব্যক্তি হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আটগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে বাবলা আহমদ তানভীর (৩৬)। তিনি বর্তমানে সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার পার্কভিউতে বসবাস করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
