ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শেরপুরে পৌষসংক্রান্তি উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা জমজমাট হয়ে উঠেছে। মেলা কেবল কেনাবেচার স্থান নয়, এটি স্থানীয় মানুষের আনন্দ, উৎসব ও মিলনমেলার রূপ ধারণ করেছে।
মেলার আয়োজন কুশিয়ারা নদীপাড়ের শেরপুর এলাকায় করা হয়। পৌষসংক্রান্তির আগের সন্ধ্যা থেকেই শুরু হয়েছে মাছ নিয়ে কোলাহল। সারা রাত ধরে পাইকারি কেনাকাটা চলে, পরদিন সকাল থেকে সারাদিন ধরে চলে খুচরা বিক্রি। দুই রাত ও এক দিনব্যাপী এই মেলা বছরে একবারই বসে।
মাছের পাশাপাশি মেলায় রয়েছে খেলনা, রকমারি খাবার, খই-মোয়া-গজা, কৃষিপণ্য ও ঘরসংসারের নানা সামগ্রী। মেলার আনুষ্ঠানিকতা আগামীকাল বুধবার সকাল পর্যন্ত চলবে। স্থানীয়রা আনন্দ, উৎসাহ ও মিলনমেলায় অংশ নিয়ে এই ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত রাখছেন।
