শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

13041

sylhet

প্রকাশিত

১৪ জানুয়ারী ২০২৬ ১৫:৪৫

আপডেট

১৪ জানুয়ারী ২০২৬ ১৭:৩৭

সিলেট

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৫:৪৫

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে অন্তর্ভুক্ত করার দাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করা হয়। আজ বুধবার বেলা একটা পর্যন্ত কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথাও জানানো হয়নি।

শিক্ষার্থীরা জানান, দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য নিরসনের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। তবে ওই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি বলে তারা অভিযোগ করেন।

শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অনীহার কারণে সুপারিশ কার্যকর করা যাচ্ছে না। দুই দিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন এবং শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কলেজের তিনটি একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। এ কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।