ছবি: সংগৃহীত
দেশে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের অন্তত ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শীতের তীব্রতা ফের বাড়তে পারে। বিশেষ করে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টার মধ্যে ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার সঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এই শৈত্যপ্রবাহ ২ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা কমার প্রবণতা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (বুধবার) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে সকালের তাপমাত্রা ছিল সিলেটে ১৪, ১০ দশমিক ৮ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
